নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বন্দরটিলা শাহ আলী মসজিদের বিপরীত গণঅধিকার পরিষদ বন্দর–ইপিজেড–পতেঙ্গা কার্যালয়ে সোমবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ইপিজেড থানার আহ্বায়ক জাহিদুল ইসলাম বলেন, সম্প্রতি চট্টগ্রাম মহানগর গণঅধিকার পরিষদের কমিটি যে প্রক্রিয়ায় ঘোষণা করা হয়েছে তা সম্পূর্ণ অসাংগঠনিক, অগঠনতান্ত্রিক ও অনৈতিক। তিনি বলেন, দীর্ঘদিনের গণতান্ত্রিক রীতি ও সাংগঠনিক নীতিমালা উপেক্ষা করে কমিটি ঘোষণা করা হয়েছে, যা কোনোভাবেই সংগঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
লিখিত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “চট্টগ্রাম মহানগর গণঅধিকার পরিষদের কমিটি ঘোষণা করার সময় থানাভিত্তিক কার্যকরী কমিটির কোনো মতামত নেয়া হয়নি। তৃণমূলকে বাদ দিয়ে চাপিয়ে দেয়া এই কমিটি আমরা অবৈধ, অগ্রহণযোগ্য ও সংগঠনের স্বার্থবিরোধী বলে ঘোষণা করছি।”
একইসঙ্গে নেতারা দাবি জানান, অতি দ্রুত তৃণমূল নেতাকর্মীদের মতামত ও সাংগঠনিক গঠনতন্ত্রের আলোকে স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন করতে হবে। তারা আরও বলেন, সংগঠনের ঐক্য, শৃঙ্খলা এবং মর্যাদা রক্ষায় গঠনমূলক রাজনীতি ছাড়া বিকল্প নেই।
উপস্থিত ছিলেন ইপিজেড থানার আহ্বায়ক জাহিদুল ইসলাম বায়েজিদ বোস্তামী থানার আহ্বায়ক শাহীন রেজা পতেঙ্গা থানার আহ্বায়ক জানে আলম ইপিজেড থানার সদস্য সচিব মোঃ বাশার পতেঙ্গা থানার সদস্য সচিব মোঃ মিজানুর রহমান বন্দর থানার সদস্য সচিব মোঃ মামুন
সংবাদ সম্মেলনের মাধ্যমে চট্টগ্রাম মহানগর ঘোষিত কমিটিকে আনুষ্ঠানিকভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
.jpg)
0 Comments